বাদল চন্দ্র ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ


কক্সবাজার প্রতিনিধি  :-

কক্সবাজার সদরের চৌফলদন্ডী বাদল চন্দ্র ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এই বছরও জাতি ধর্ম বর্ণ নিবিশেষে অসহায় ও হতদরিদ্র ১হাজার মানুষের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ মার্চ), বিকাল ৪ টার দিকে সদরের চৌফলদন্ডী পশ্চিম হিন্দু পাড়া, স্বগীর্য় বাদল চন্দ্র বাবু'র বাড়ীতে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ উপলক্ষে এই বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট নুরুচ্ছবি।
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সদানন্দ দে, উক্ত মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি দুলাল কান্তি দে, সোনা শর্মা, সুনিল দত্ত, সুভাষ দে সহ প্রমূখ। সার্বিক সহযোগিতা করেন- বিশিষ্ট ব্যবসায়ী ভবতোষ চন্দ্র দে।


উপস্থিত প্রধান অতিথি এডভোকেট নুরুচ্ছবি বলেন, বাদল চন্দ্র ফাউন্ডেশন প্রতিবছর অসহায় হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করে থাকে।এমন মহৎ উদ্যোগে চৌফলদন্ডীবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞও প্রকাশ করেন তিনি।

বাদল চন্দ্র ফাউন্ডেশনের কর্ণধার ও চেয়ারম্যান বাবু মিটন চন্দ্র দে জানান, করোনাকালীন সময় থেকে বাদল চন্দ্র ফাউন্ডেশনের যাত্রা শুরু। মানুষ মানুষের জন্য, সব কিছুর উর্ধে উঠে মানবতার কাজ করার ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছে বাদল চন্দ্র ফাউন্ডেশন।
এইসময় তিনি জানান, আগামীতে হতদরিদ্র মানুষ ও তাদের পরিবারকে নিয়ে আরো বড় ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

গত ৩ মার্চ (রবিবার) শুরু হয় মহানামযজ্ঞের শুভ অধিবাস কীর্তন। ৪ মার্চ (সোমবার) অহোরাত্রী দিবারাত্রি চলছে মহানামযজ্ঞ ও মহাপ্রদসাদ বিতরণ।
৫ মার্চ (মঙ্গলবার) উষা লগ্নে নগরকীর্ত্তন, পূর্ণাহুতির ও বৈষ্ণব বিদায়ের মধ্যে দিয়ে শেষ হয় এই মহাহরিনামযজ্ঞ।


Post a Comment

0 Comments