শ্রীমঙ্গলে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩৬ তম জন্মমহোৎসব উদযাপন

 


বিজয় সরকার, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : 

গতকাল শুক্রবার ৯ ফেব্রুয়ারী ২০২৪ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সৎসঙ্গ বিহার শ্রীমঙ্গলে ‘শ্রীমঙ্গল উপজেলা সৎসঙ্গ শাখার ’ আয়োজনে উদযাপন হয় শ্রী শ্রী ঠাকুরের শুভ ১৩৬ তম শুভ জন্মমহোৎসব, উৎসবে দিনব্যাপী চিকিৎসাসেবা, মাতৃসস্মেলন, কীর্তন, ধর্মসভা, আলোকচিত্র প্রদর্শনী,  মহাপ্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আয়োজনে উদযাপন হয়।  

সৎসঙ্গ বিহার শ্রীমঙ্গল থেকে পল্লব আচার্য্য নামে একজন ভক্ত সনাতন টিভি কে বলেন,
শ্রী শ্রী ঠাকুরের জন্মমহোৎসব প্রতি বছরের ন্যায় এবার ও বৃহৎ পরিসরে পালন হচ্ছে। সৎসঙ্গ বিহার শ্রীমঙ্গলের নির্মাণ কাজ চলমান সকলের সহযোগিতায় মন্দিরের কাজ সম্পন্ন হলে আগামীতে মন্দিরেই ঠাকুরের মহোৎসব উদযাপন হবে। মন্দির নির্মান কাজে সকলের সহযোগিতা তিনি কামনা করেছেন।

Post a Comment

0 Comments