২দিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহিতে নরেন্দ্র মোদি, উদ্বোধন করবেন মন্দির





সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ ২দিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহিতে প্রধানমন্ত্রী মোদি। আগামী ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি সেখানে থাকবেন তিনি। রাষ্ট্রপতি মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। ২০১৫ সালের পর এই প্রথম সংযুক্ত আমিরশাহি যাচ্ছেন প্রধানমন্ত্রী। জানা গেছে, আবুধাবিতে একটি হিন্দু মন্দিরের উদ্বোধন করার ও কথা রয়েছে মোদির। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, মোদি সংযুক্ত আরব আমিরশাহির প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গেও দেখা করবেন। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে ও বক্তব্য রাখার কথা রয়েছে  তাঁর। জায়েদ স্পোর্টস সিটিতে সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মোদি।

Post a Comment

0 Comments