সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ রবিবার ( ৪ ফেব্রুয়ারি ) গুয়াহাটি সৎসঙ্গ বিহারে স্বর্ণজয়ন্তী ৫০ তম শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা মহা মহোৎসবে জন সমুদ্রে পরিণত হলো। উক্ত মহোৎসবে পরম পূজ্যপাদ শ্রীশ্রী আর্চায্যদেব, বড়বৌদি, সিপাই দাদা ও বিংকি দাদা উপস্থিত ছিলেন। এ মহোৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। তন্মধ্যে ব্রাক্ষ মুহূর্তে বেদ মাঙ্গলিকী, নহবৎ, প্রত্যুষে উষাকীর্তন, ভোর ৫টা ৫৩ মিনিটে প্রাতঃকালীন বিনতি প্রার্থনা, নামজপ, শ্রীশ্রীঠাকুরের অমিয় গ্রন্থাদি পাঠ, সকাল ৮ টায় শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা লগ্ন ঘোষণা , বিনতি প্রার্থনা, সকাল ৮ টা ৩০ মিনিটে সংগীতাঞ্জলি, সকাল ১০টায় ভজনকীর্তন, বর্ণাঢ্য কৃষ্টি সাংস্কৃতিমূলক অনুষ্ঠান, সকাল ১১টায় মাতৃসম্মেলন, মধ্যাহৃে ভান্ডারায় প্রসাদ বিতরণ, দুপুর ২ টায় সাধারণ সভা, সন্ধ্যা ৫ টা ৯ মিনিটে সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা, নামজপ, শ্রীশ্রীঠাকুরের অমিয় গ্রন্থাদি পাঠ, সন্ধ্যা ৬ টায় বিচিত্রানুষ্ঠান, রাতে ভান্ডারায় প্রসাদ বিতরণ করা হয়। উক্ত মহোৎসবে প্রায় ৫ লক্ষাধিক ভক্তবৃন্দের সমাগম ঘটে।
0 Comments