সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং বিকশিত ভারত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার (৪ ফেব্রুয়ারি ) আসামে প্রায় ১১,৬০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। এদিন গুয়াহাটির খানা পাড়ায় ভেটেরিনারি কলেজের মাঠে একটি অনুষ্ঠানে প্রকল্পগুলো উন্মোচন করেন প্রধানমন্ত্রী। মাঠে জনসভায় ভাষণ ও দেন প্রধানমন্ত্রী মোদি। ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, গতকাল গুয়াহাটির জনগণ যেভাবে আমাকে স্বাগত জানিয়েছে তার জন্য সবাইকে ধন্যবাদ। আমি টিভিতে দেখেছি যে আপনারা আমার জন্য এক লক্ষ মাটির প্রদীপ জ্বালিয়েছেন। আমি আপনাদের সকলের ভালবাসা এবং আশীর্বাদের জন্য কৃতজ্ঞ।
0 Comments