রামমন্দির নিয়ে বিতর্কিত পোস্ট ! মণিশংকর আইয়ারের মেয়ের বিরুদ্ধে দায়ের এফআইআর





সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ রামমন্দির নিয়ে সোশ‍‍্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্টের জের। প্রবীণ কংগ্রেস নেতা মণিশংকর আইয়ারের মেয়ে সুরণ‍্যার বিরুদ্ধে এবার থানায় দায়ের হল লিখিত অভিযোগ। শনিবার (৩ ফেব্রুয়ারি ) দিল্লির সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তথা বিজেপি নেতা অজয় আগরওয়াল। তাঁর অভিযোগ, গত ২০ জানুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া অ‍্যাকাউন্ট গুলিতে রামমন্দির উদ্বোধন নিয়ে " আপত্তিকর মন্তব্য " করেছেন সুরণ‍্যা। ২০ জানুয়ারির পাশাপাশি অন‍্যান‍্য দিনেও ফেসবুক, ইউটিউব সহ অন্য সামাজিক মাধ্যমে অত্যন্ত আপত্তিকর পোস্ট করেছিলেন।

Post a Comment

0 Comments