চট্টগ্রামে সরকারি সিটি কলেজে মহাসমারোহে সরস্বতী পূজা অনুষ্ঠিত




অন্তর দাশ, নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতীপূজা ১৪ই ফেব্রুয়ারী বুধবার নানান মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে । বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছরের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা করেন।বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান এবং  যেসব বাড়ীতে শিক্ষার্থী আছে তারা প্রত্যেকে সরস্বতী পূজা করে থাকেন।




তারই ধারাবাহিকতায় চট্টগ্রামে সরকারি সিটি কলেজে
প্রতি বছর ন্যায় এই বছরও সরকারি সিটি কলেজ ছাত্রসংসদ এর সহযোগীতায় বাণী অর্চনা অনুষ্ঠিত হয়।

 শিক্ষার্থীদের আমেজ, উদ্দীপনা আর উল্লাসে মেতে উঠে পুরো সিটি কলেজ ক্যাম্পাস। শুধু সনাতন ধর্মালম্বীরা নয়, পূজায় অংশ নেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই। ছোট বাচ্চাদের শিক্ষা জীবনে পদার্পণে বাবা-মা হাত ধরে নিয়ে আসে তাদের হাতে খড়ি দিতে। সকাল থেকে দেখা যায় হাজারো লোকজনের সমাগম পুরো ক্যাম্পাস জুড়ে। রং বেরং কাপড়ে রাঙ্গিয়ে উঠে ক্যাম্পাস। আগত দর্শনার্থী, শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের আনন্দ উল্লাস দেখা যায় চোখ পড়ার মতো।




দূরদূড়ান্ত থেকে আগত সকল দর্শনার্থীদের জন্য প্রসাদের আয়োজন করা হয় । এরপর দুপুর ২টা থেকে শুরু হয় সাংস্কৃতি অনুষ্ঠান। শিক্ষার্থীদের স্তঃস্ফুর্তঃ অংশগ্রহনে নাচ-গানে মুখোরিত হয়ে উঠে সিটি কলেজ ক্যাম্পাস।

পূজা উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে শ্রীমদ্ভগবদ্ গীতাপাঠ প্রতিযোগীতা সহ নানান মাঙ্গলিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. সুদীপা দত্ত। বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রনি এবং সরকারি সিটি কলেজের অধ্যাপক অন্তরা সাহা, অধ্যাপক উৎপল কান্তি বণিক। এসময়  সিটি কলেজ বাণী অর্চণা সংসদ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments