প্রতীমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হলো সরস্বতী পুজার আনুষ্ঠানিকতা


চন্দন দেঃ চট্টগ্রামের হাটহাজারী থানাধীন দক্ষিণ বুড়িশ্চরের সকল মন্ডপে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আজ ১৬ ই ফ্রেব্রুয়ারি প্রতীমা নিরঞ্জনের মাধ্যমে সরস্বতী পূজার সকল কাজ সম্পন্ন করা হয়েছে। দক্ষিণ বুড়িশ্চর পুজা পরিবারের তথ্য অনুযায়ী ৬ মন্ডপে এই বছর সুরেশ্বরীর আরাধনা করেছেন ভক্তরা। ১৪ ই ফ্রেব্রুয়ারি মন্ডপে মন্ডপে সরেজমিনে গিয়ে পূজা মন্ডপ গুলোতে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। তবে বেশির ভাগ পূজায় ১৫ ই ফ্রেব্রুয়ারি পূজার আনুষ্ঠানিকতা শেষ করলেও রমেশ মাষ্টারের বাড়ির পূজা মন্ডপে তা শেষ হয় ১৬ ই ফ্রেব্রুয়ারি শুক্রবারে গিয়ে। তারা এর আগের দিন বৃহস্পতি বার রাতে ভক্ত এবং তাদের বাড়ির নিবাসীদের জন্য প্রসাদের আয়োজন করেন। পরে আজ বেলা ১১.৪৫ মিনিটে এই বছরের পূজার সমাপ্তি ঘোষণা করেন এবং মায়ের কাছে শিক্ষা -দীক্ষার ও মঙ্গল কামনা করেন।

Post a Comment

0 Comments