হাটহাজারীর দক্ষিণ বুড়িশ্চরের রমেশ মাষ্টারের পূজা তে মাতৃ বরণ
চন্দন দেঃ হাটহাজারী সহ সারা বাংলাদেশে আজ ১৩ ই ফ্রেব্রুয়ারি প্রতিটি মন্ডপে মন্ডপে মা সরস্বতী র প্রতীমা কে বরণ করে নিয়ে শুরু হয়েছে সরস্বতী পূজা।
হাটহাজারীর দক্ষিণ বুড়িশ্চরে এই বছরে ৬ টি মন্ডপে সরস্বতী পূজা আয়োজিত হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায় যে, দক্ষিণ বুড়িশ্চরের নিরঞ্জন মেম্বারের বাড়ি, ভগবান সেনের বাড়ি, সপ্তমুখী পূজা উদযাপন পরিষদ, রামকৃষ্ণ সংঘ, গোলক মহাজনের বাড়ি, রমেশ মাষ্টারের বাড়ি তে মাতৃ বরণের আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে।
প্রত্যেকটি মন্ডপেই মাঙ্গলিক আরতি, শঙ্খ, ঘন্টা, উলুধ্বনি র সাহায্যে মেয়েরা মায়ের প্রতীমা কে বরণ করে নেন। এই সময়ে প্রথমে প্রদীপের আলোতে মায়ের মুখ দেখা হয়। এর পরে ঢাক, শঙ্খ, ঘন্টা, কাসর বাজিয়ে দেবী কে মন্ডপে অভ্যর্থনা জানানো হয়। এর পরেই মূলত পুরোহিত এসে বোধন করে পূজার আনুষ্ঠানিকতা শুরু করেন। আগামীকাল ১৪ই ফ্রেব্রুয়ারি হবে মূল পূজার কাজ।
0 Comments