বিজয় সরকার, মৌলভীবাজার জেলা প্রতিনিধি :-
গতকাল ১১ ফ্রেব্রুয়ারি ২০২৪ ইং,তারিখ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানের বাশ লাইন বাসুদেব মন্দিরে, শ্রীকৃষ্ণের সন্ধানে প্রবাসী গ্ৰুপের ৪র্থ তম গীতা স্কুলের শুভ উদ্বোধন করা হয় ।
এর আগে ও শ্রীকৃষ্ণের সন্ধানে প্রবাসী গ্রুপের উদ্যোগ আরো ৩টি গীতা স্কুল উদ্বোধন করা হয়,
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাগবতরত্ন চারটি গীতা স্কুলের দায়িত্বে থাকা শ্রীযুক্ত চিত্তরজ্ঞণ মল্লিক (মহরি) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘের মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক শ্রী বিজয় দাশ আরও উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণের সন্ধানে প্রবাসী গ্ৰুপের বাংলাদেশে অবস্থানরত পরিচালক কাজল মালাকার,সমিরন মালাকার, পুরং উরাং,বাসুদেব মন্দির কমিটির সভাপতি শ্রী বিশ্বজিৎ রবিদাস ।
মৌলভীবাজার জেলা হিন্দু ছাত্র মহাসংঘের আহ্বায়ক, শ্রী বিজয় দাশ, সনাতন টিভি কে বলেন,এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি খুব আনন্দিত,আমরা চাই সারা বাংলাদেশে প্রতিটি গ্রামে ও মন্দিরে মন্দিরে যেনো গীতা স্কুল চালু করা হয়, এতে ছোট থেকেই বাচ্চারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে।
0 Comments