গতকাল ৯ই ফেব্রুয়ারী (শুক্রবার) পূর্বনির্ধারিত সময় সকাল ৭ টায় নগরীর
বহদ্দারহাট বাস স্টেশনে এসে উপস্থিত হন তীর্থযাত্রীরা। বহদ্দারহাট থেকে এক
বাস তীর্থযাত্রীদের নিয়ে প্রথমে বাঁশখালীর ঋষিধাম দর্শন করেন কুঁড়েঘর
সনাতনী পরিবার। আবার সেখান থেকে আদিনাথ দর্শন করে সকল তীর্থযাত্রী।
যাত্রা পথে গাড়িতে কুইজ প্রতিযোগিতা হয়। এতে ৫জন বিজয়ীকে পুরস্কার দেওয়া
হয়। পরবর্তী আদিনাথ দর্শন এরপর সকলে একসাথে প্রসাদ গ্রহণ করেন।
বিকালে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
এতে সর্বমোট ১০টি পুরস্কার দেওয়া হয়।
উক্ত তীর্থযাত্রায় বিশেষ অবদান রাখায় সাজীব নাথ, জয়া বিশ্বাস, মিরন দে কে
সম্মাননা প্রদান করা হয়।
এসময় কুঁড়েঘর সনাতনী পরিবারের সাবেক পরিচালক ও বর্তমান অ্যাডমিন জয় দে
বলেন, “আমরা প্রতি বছর একটা তীর্থযাত্রার আয়োজন করে থাকি। এতে আমাদের অনেক
ভুল হয়ে থাকে বা অনেক বাঁধা সৃষ্টি হয় কিন্তু দিন শেষে আমাদের ভালো একটা
সফলতা আসে, এবারও ঠিক তেমনি আমরা প্রতিটি আয়োজন আমাদের মত করেই করি টাকা
মাপ করে নয়। আমরা আগামীতে আরো ভালো কিছু দিতে পারবো বলে প্রত্যাশা ব্যক্ত
করছি”।
0 Comments