
১৬/২/২০২০ রোজ রবিবার রূপগঞ্জ উপজেলায় জাগো হিন্দু পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়।উক্ত কমিটি গঠনমূলক আলোচনা সভায় নারায়নগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সকলের সম্মতিক্রমে আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের জন্য অনুমোদন দেন নারায়নগঞ্জ জেলা জাগো হিন্দু পরিষদের সাধারন সম্পাদক সুজন চন্দ্র দাস ও সাংগঠনিক সম্পাদক সুমিত রায়।জাগো হিন্দু পরিষদ(JHP)নারায়নগঞ্জ জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রূপগঞ্জ উপজেলায় আগামী তিন মাসের জন্য আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। আহবায়কঃশ্রী সবুজ দাস সূর্য সদস্য সচিবঃসজীব দাস আদর সদস্যঃউৎজ্জল চন্দ্র দাস সম্রাট চন্দ্র দাস ভক্ত দাস বিপ্লব মিল্টন দাস দীপংকর দাস নন্দা দাস বাদন দাস বিমল চন্দ্র দাস তপন চন্দ্র দাস রনি সাহা অপু ভৌমিক তমাল পাল পিন্টু দাস রঞ্জন দাস সম্রাট দাস আশিক চন্দ্র দাস অমিত দাস দিপু চান্দ্র বিপুল দাস পকাশ চান্দ্র সাগর চান্দ্র সম্রাট দাস বিশেষ দ্রষ্টব্যঃসংগঠনের গঠনতন্ত্র বহির্ভূত কাজে উক্ত ঘোষিত কমিটির কোন সারথি জড়িত থাকার প্রমান পেলে জেলা কমিটির বিশেষ ক্ষমতাবলে সদস্যপদ স্থগিত/বাতিল করতে পারবে। এসময় আরো উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ নারায়নগঞ্জ জেলার সহ সাধারন সম্পাদক অভি রায়,নারায়নগঞ্জ জেলার কার্যকরী সদস্য নয়ন রায় এবং রুপগঞ্জের স্থানীয় গম্যমান ব্যক্তিবর্গ।
0 Comments