বগুড়ার সোনাতলায় মুসলিম থেকে হিন্দু ধর্ম গ্রহন করে বিয়ে অতপর বিচ্ছেদের সুর ৷



প্রতিনিধি বগুড়া , প্রেমে মজিলে মন কিবা হাঁড়ী কিবা ডম ৷ বগুড়ার সোনাতলার পাঠানপাড়া গ্রামের আব্দুল হাকিমের মেয়ে ত্রকই ত্রলাকার শ্রী সাগরের ছেলে শ্রী গোপাল চন্দ্র প্রাং ত্রর সাথে দির্ঘদিন প্রেম ভালবাসা করে বিগত প্রায় বছর চারেক আগে শ্রী গোপালকে ধর্মান্তরিত করে বিয়ে করে ৷বিয়ের দশ মাস পরে স্বামী তার স্ত্রীকে জানায় যে ঐ মুসলিম ধর্মে থাকাটা আমার পক্ষে সম্ভব না ৷ত্ররপর ঐ মুসলিম মেয়েটি সেচ্ছায় তার স্বামীকে নিয়ে আবার ঢাকায় নোটারি পাবলিক কার্যালয়ে ঊপস্হিত হয়ে আইন অনুযায়ী ঘোষনার মাধ্যমে হিন্দু ধর্ম গ্রহন করে অঞ্জলি নাম ধারন করে ত্রবং হিন্দু রিতিনিতি ডাকঢোল বাঁজিয়ে হিন্দু ধর্ম মোতাবেক হাতে শাঁখা কপালে সিন্দুর লাগিয়ে পুনরায় মন্দিরে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ৷বিবাহের পর হতে নব দম্পতি ঢাকায় ত্রকটি গার্মেন্টেসে চাকুরির সুবাদে সুখে শান্তিতে ঘর সংসার করে আসছে ত্রযাবত বর্তমানে শ্রীমতি অঞ্জলি রানী অন্তসওা ৷হঠাৎ গত চারদিন আগে স্বামীকে না বলে ঢাকা থেকে বাবার বাড়িতে চলে আসে অঞ্জলি রানী ৷পরদিন স্বামী তাকে দেখতে না পেয়ে খোজ খবরের ত্রক পর্যায়ে শ্রী গোপালের পরিবার জানতে পারে সে তার বাবার বাড়িতে চলে ত্রসেছে খোজ নিয়ে আরও জানতে পারে যে শ্রীমতি অঞ্জলি রানী শ্রী গোপালের সাথে আর ঘর সংসার করবে না ত্রবং হিন্দু ধর্মে থাকবে না ৷ত্র বিষয়ে শ্রী গোপালের বাবা বাদি হয়ে শ্রীমতি অঞ্জলি রানী(রিতা আক্তার)কে বিবাদি করে ত্রকটি অভিযোগ দায়ের করেন ৷মেয়ের মা মোছাঃ রুবি বেগম বললেন ,মেয়েকে পর পর দুই জায়গায় মুসলিম রিতিনিতি অনুযায়ী বিয়ে দিলেও সেখানে ঘর সংসার করে নাই পরে গোপালের সাথে প্রেমের টানে চলে যায় ৷দিগদাইর ইউ পির সাবেক নারী সদস্য মোছাঃ পারভিন আক্তার জানান,যেহেতু মেয়েটি মুসলিম আইনগত ভাবে হিন্দু ধর্ম গ্রহন করেছিল বর্তমানে আর ঐ ধর্মে থাকতে অপারোগতা প্রকাশ করছে সে সাবালিকা যেকোন সিদ্ধান্ত গ্রহন করার অধিকার তার রয়েছে ৷সোনাতলা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাছুদ চৌধুরী জানালেন,আমি ধর্মান্তরিতের বিষয় শুনেছি ত্র লক্ষে ত্রকটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে 

Post a Comment

0 Comments