
শৈবসংঘ দক্ষিণ ভুর্ষি পটিয়া শিবমন্দির। বিগত ১০ বছর যাবত উৎসব হয়ে আসছে এবারও প্রতিবছর ন্যায় শিবচতুর্দশী উৎসব ২১ফেব্রুয়ারাী দুদিন ব্যপক প্রস্তুতি চলছে। হাজারো ভক্ত মিলন মেলা। কিন্তু দুঃখের বিষয় হলো সরকারের বিভিন্ন উন্নয়ন হলে ও আমাদের সেই মন্দির সড়ক এখনো উন্নয়ন হাতের ছোঁয়া লাগে নি। বর্ষা কালের কথা তো দুরে, শুকনো মৌসুমে ও অনুপযোগী হয়ে অন্ধকারে ঘেরা সেই সড়ক। এলাকাবাসী ও ভক্ত দর্শনার্থীদের দাবি ধ্রুত কার্যকর সড়ক নির্মাণ করে ভোগান্তি কষ্ট দুর হবে
0 Comments