শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের জাগো হিন্দু পরিষদের” গীতাস্কুল উদ্বোধন



আজ ২০/০২/২০২০ রোজ বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খিতারপাড় গ্রামের শ্রী শ্রী গোবিন্দ মহাপ্রভুর মন্দিরে “জাগো হিন্দু পরিষদ”(JHP) শাহরাস্তি শাখার মাধ্যমে আরো একটি গীতাস্কুলে শুরু করা হল। যাতে আগামীপ্রজন্মের মাঝে সঠিক দিব্যজ্ঞান প্রকাশিত হয়।



 এসময় উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ শাহরাস্তি শাখা চাঁদপুরের, সভাপতি শ্রী হৃদয়জিত সরকার জয়জিত, সাংগঠনিক সম্পাদক শ্রী পরশ চক্রবর্তী জয়,পরিচালিত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির বৈদিক গীতা শিক্ষালয়ের প্রধান উপদেষ্টা শ্রী নারায়ন চন্দ্র ভৌমিক,শাহরাস্তি শাখার, সন্মানিত ধর্মীয় শিক্ষায় আগ্রহী বাবু মহেন্দ্র দত্ত,বাবু নান্টু দাস,বাবু ডাঃ রাখাল চন্দ্র দাস  শাহরাস্তি শাখার দপ্তর সম্পাদক শ্রী তপন চন্দ্র দাস, ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী হৃদয় চন্দ্র দাস, সিনিয়র সারথী শ্রী সুজন দাস প্রমুখ।

 উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন  শাহরাস্তি শাখার, সাংগঠনিক সম্পাদক, শ্রী পরশ চক্রবর্তী জয়। অনুষ্ঠান শুরু হয় পবিত্র গীতা পাঠের মাধ্যমে। গীতা পাঠ করেন  শাহরাস্তি শাখার ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী হৃদয় চন্দ্র পাল। অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন  পরিচালিত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির বৈদিক গীতা শিক্ষালয়ের প্রধান উপদেষ্টা শ্রী নারায়ন চন্দ্র ভৌমিক ও শাহরাস্তি শাখার শ্রদ্ধাভাজন বাবু মহেন্দ্র দত্ত মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে।


ফিতা কেটে শুভ উদ্বোধন করেন এবং উদ্বোধনী বক্তব্য দেন শাহরাস্তি শাখার শ্রদ্ধাভাজন বাবু ডাঃ রাখাল চন্দ্র দাস। সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও সনাতনের সচেতনতা মূলক বক্তব্য দেন  শাহরাস্তি শাখার, সভাপতি শ্রী হৃদয়জিত সরকার জয়জিত। এরপর সন্ধ্যা আরতি সহ ভজন কীর্তন, হরিনাম সংকীর্তন করা হয়। শিক্ষার্থীদের মাঝে শাহরাস্তি শাখা, চাঁদপুরের সাংগঠনিক সম্পাদক শ্রী পরশ চক্রবর্তী জয় সম্পাদনা ও শাহরাস্তি প্রকাশিত  দৈনন্দিন সনাতন ধর্মের জানা অজানা মন্ত্রের বই ১ম সংকলন,  বিলবোর্ড, হোয়াইট বোর্ড, ডাস্টার, কলম, বিতরণ করার মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

Post a Comment

0 Comments