শ্রীমদ্ভগবদ্গীতার আলো,ঘরে ঘরে জ্বালো।


শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩২ তম আবির্ভাব বার্ষিকী উপলক্ষে হাইদগাঁও সৎসঙ্গ কতৃক আয়োজিত মহতী ধর্ম সভায় উদ্বোধক সনাতনী ব্লাড ডোনার সোসাইটির সভাপতি,শৈব সংঘের সাঃসম্পাদ,চট্টগ্রাম দঃজেলা হিন্দু যুব মহাজোটের যুগ্ম সম্পাদক রনি চৌধুরী,প্রধান অতিথি বাগীশিক পটিয়া সংসদের সভাপতি শ্রী পুলক চৌধুরী,প্রধান বক্তা বাগীশিক পটিয়া সংসদের যুগ্ম সম্পাদক প্রিয়তোষ সরকার রাসু,সনাতন ব্লাড ডোনার সোসাইটি সাংগঠনিক সম্পাদক শিমুল ঘোষ,দপ্তর সম্পাদক প্রান্ত কুমার নন্দী,গীতা প্রশিক্ষক অনুরুপ সেন,উজ্জ্বল তালুকদার, উদয় রাজ চৌধুরী প্রমুখ।
অনুষ্টানে গীতা শিক্ষার্থীদের মাঝে ১২০ টি বাগীশিক কতৃক মূদ্রিত শ্রীমদ্ভগবদ্গীতা ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মরুতীর্থ সনাতনী গীতা সংঘ,দুবাই শাখার সকল সদস্যদের প্রতি।

Post a Comment

0 Comments