ফটিকছড়ির বারমাসিয়া ও উধালিয়া চা বাগানের শ্রমিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত।


 ক্লিন্টন নাথ বিল্টন
(ফটিকছড়ি উপজেলা) চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ফটিকছড়ির বারমাসিয়া ও উধালিয়া চা বাগানের তিন শতাধিক শ্রমিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ২০শে ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুর ও বিকালে বারমাসিয়া ও উধালিয়া চা বাগান এলাকায় এ চেক বিতরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়।

 এতে প্রতিজনকে ৫ হাজার টাকা করে ৩৫০ জন চা - শ্রমিকদের মাঝে চেক তুলে দেয়া হয়। চেক বিতরণ অনুষ্ঠানের অায়োজন করেন ফটিকছড়ি উপজেলা সমাজসেবা কার্যালয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আচার্য। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, সুয়াবিল ইউ.পি চেয়ারম্যান অাবু তালেব চৌধুরী,

 বারমাসিয়া চা বাগানের ব্যাবস্থাপক এবাদুল হক, সাবেক ছাত্রনেতা আবদুল কুদ্দুস, জয়নাল আবেদীন, মীর মোরশেদ, যুবলীগ নেতা অাক্কাস অালী, সুয়াবিল ইউনিয়ন অা'লীগের অাহবায়ক অাহমদ হোসেন তালুকদার, যুগ্ম অাহবায়ক জয়নাল অাবেদীন, যুবলীগ নেতা সুমন, অাব্বাসসহ অারো অনেকে।

Post a Comment

0 Comments