দেবাদিদেব মহাদেব কখন কিভাবে সৃষ্টি হলেন? মহাদেবের তিন চোখের রহস্য কি?

 
রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি- কোন মিশ্রিত পদার্থকে পৃথক করতে হলে যে ছাঁকনি দিয়ে তা করা হয় তার প্রথমটি হলো বড় ছিদ্রের এবং ক্রমান্বয়ে মিহি। সৃষ্টির আদিতে ধ্বংসের ব্যবস্হা না রেখে শুধু সৃষ্টি করে গেলে তা সৃষ্টির মূল লক্ষ্যই নষ্ট হবে। তাই ধ্বংসের দেবতা সৃষ্টি হলো— এরই অধিষ্ঠাতা দেবতার নাম আর্যঋষিরা দিয়েছেন— রুদ্র বা মহাদেব। প্রথম সৃষ্টি হয়েছেন বলে তাকে আদি দেবতা বা দেবাদিদেব বলে। তিন চোখ হলো সূর্য, চন্দ্র এবং অগ্নি। মদন ভস্মের সময় তৃতীয় নয়ন থেকে অগ্নি বের হয়ে ভস্ম করেছিল। তৃতীয় নয়ন দ্বারাই বিশ্বকে ঈশ্বরের লীলারুপ বিষয়টিকে জানা যায়। সে জন্যই উপনয়ন ও দীক্ষার প্রয়োজন। দীক্ষায় তৃতীয় নয়ন উম্মোচন হয়।

Post a Comment

0 Comments