সুমন বিশ্বাসঃ ২০ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার গীতা স্কুল পরিচালনা পরিষদ শাহরাস্তি শাখা
কর্তৃক চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সেনগাঁ সূত্রধর বাড়িতে গীতা স্কুল
উদ্বোধন করা হয়।গীতা স্কুল পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সাংবাদিক ও
মানবাধিকার কর্মী রাজীব চন্দ্র শীল
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে, ফিতা কেটে এটি উদ্বোধন
করেন। এসময় শাহরাস্তি শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব দেবাশীষ ঘোষ, যুগ্ম
আহ্বায়ক সুমন বিশ্বাস,সজীব দেবনাথ,আকাশ দাস ও একনিষ্ঠ সিনিয়র সারথী রুপম
কুমার লব এসময় উপস্থিত ছিলেন।এছাড়া সমিঠু ঘোষ, আশীষ ঘোষ, জয় সূএধর, রাজীব
সূত্রধর, সজীব সূত্রধর,গণেশ সূত্রধর,পলাশ সূত্রধর প্রমূখ উপস্হিত ছিলে।
শাহরাস্তি শাখার যুগ্ম আহ্বায়ক সজীব চন্দ্র দেবনাথের সঞ্চালনায় প্রধান
অতিথি রাজীব চন্দ্র শীল বলেন,বর্তমান হিন্দু সমাজের মাঝে গীতার জ্ঞান না
থাকার কারনে হিন্দু সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে।আসুন আমরা
ঐক্যবদ্ধ হয়ে সমাজে গীতার জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করি। বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য প্রদান করেন গীতা স্কুল পরিচালনা পরিষদ শাহরাস্তি শাখার
সদস্য সচিব দেবাশীষ ঘোষ আপন,যুগ্ম আহ্বায়ক আকাশ দাস,সাংবাদিক সুমন বিশ্বাস ও
গীতা প্রেমী সিনিয়র সারথী রুপম কুমার লব প্রমুখ।
গীতা স্কুলটি ৫০ জন ছাত্র ছাত্রী দিয়ে শুরু করা হয় এবং ৫০ জনকে বিভিন্ন
ধর্মীয় মন্ত্র সংবলিত শীট প্রদান করা হয়।তার কিছু দিন পর সকল ছাত্র
ছাত্রীদের মাঝে গীতা বিতরণ করা হবে।উপস্থিত কিছু শ্রোতাদের মাঝে ছোট গীতা
বিতরণ করেন অতিথিরা।গীতা স্কুলটি উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রক্রিয়া করেন
শাহরাস্তি শাখার যুগ্ম আহ্বায়ক হৃদয় সূত্রধর অজিত।
0 Comments