বিশ্ব ভালবাসা দিবসে পথের ফুলের এক অন্য রকম ভালোবাসা


“মানবতায় কর্ম-মানবতায় ধর্ম”এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে অনলাইন গ্রুপ ভিত্তিক সেচ্চাসেবী সংগঠন পথের ফুলের উদ্দ্যেগে পথ শিশুদের নিয়ে খাবার এর আয়োজন সম্পূর্ন করা হয়



চট্টগ্রাম মহানগরীর ২নং গেইটস্থ ষোলশহর রেল ষ্টেশনে শতাধিক পথশিশুদের মাঝে সংগঠনের পক্ষ থেকে খাবার বিরতন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উদ্দেক্তা মুক্তা দেবী পায়েল ও সুজন আচার্য্য,এতে আরো উপস্থিত ছিলেন, জেকি ধর,শিবু আচার্য্য রুবেল, সোহাগ আচার্য্য,পণ্ডিত পান্ত আচার্য্য, সুস্মিতা আচার্য্য ঋতু,রাজ রনি দাশ সহ প্রমুকগন

Post a Comment

0 Comments