বাঁশখালী প্রতিনিধিঃ বাঁশখালীর কালীপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার আবুল কালামের হাতে নির্যাতিত এলাকার সাধারণ জনগন।
গতকাল বিকাল ৪ টার সময় কোকদন্ডী ভুতার দোকানে সাগর দেব (
৩৭) নামে একজন সাধারণ শ্রমজীবী মানুষকে অর্তকিত ভাবে হামলা করে মেম্বার আবুল কালাম
ঘটনার সূত্রে জানা যায় ওই দিন এলেকায় একটি চায়ের দোকানে উপস্থিত ছিলেন একি এলেকার কিছু জনসাধারণ, ওই সময় মেম্বার আবুল কালাম মদ্যপান করে এসে মাতাল অবস্থায় সবাই কে বাজে ভাষা গালাগাল করতে শুরু করে, এই সময় ওখানে উপস্থিত সাগর দেব মেম্বার আবুল কালাম কে গালাগালি করতে নিষেধ করলে মেম্বার আবুল কালাম তার উপর অর্তকিত ভাবে হামলা শুরু করে।
0 Comments