পেশগত দায়িত্ব পালনের জন্য গিয়ে যদি সাংবাদিকরা হামলার শিকার হয় তাহলে এই ধরনের হামলার শেষ কোথায়?


জাতির বিবেকের উপর হামলা, আজ জাতি হিসেবে আমরা লজ্জিত এই হামলার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি ও হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আর কত হামলা হলে প্রসাশনের টনক নড়বে। এই হামলার দায় কার জাতি জানতে চায়?হোক ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, হোক দৈনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক, হোক অনলাইন টিভি চ্যানেলের এর সাংবাদিক, হোক মানবাধিকার কর্মী তারা কেন হামলার শিকার হবে? সাংবাদিক মানবাধিকার কর্মীরা কেন মার খাবে? সত্য ঘটনা উদঘাটন করা কি অপরাধ? এবং কোন সাংবাদিক কিংবা মানবাধিকার কর্মী যদি দুর্নীতি পরায়ন হয়, দুর্নীতি করে কিম্বা রাষ্ট্রবিরুদ্ধি সমাজ বিরুদ্ধি উস্কানীমূলক কর্মকান্ড করে সে ক্ষেত্রে তারা কঠিন শাস্তি পাক সেটা আমরা সকলেই চাই।

Post a Comment

0 Comments