
আগামী ১০ই জানুয়ারী শুক্রবার সকাল ১০টা-১২টা নগরীর ৭ টি পরীক্ষাকেন্দ্রে অভিন্ন সিলেবাসে বার্ষিক গীতা পরীক্ষা সার্বিক প্র¯‘তি বিষয়ক উপলক্ষ্যে বাগীশিক মহানগর উপদেষ্টা, পৃষ্টপোষক, থানা সংসদ নেতৃবৃন্দদের সাথে বাগীশিক মহানগর সংসদ এর উদ্যোগে সমন্বয়সভা গত ০৪-০১-২০২০ ইং চেরাগীমোড় সুপ্রভাত হল রুমে বাগীশিক চট্টগ্রাম মহানগর সভাপতি শ্রী প্রদ্যুাৎ বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্টিত হয় । বাগীশিক মহানগর সাধারণ সম্পাদক প্রকৌশলী সনজয় চক্রবর্তী মানিক এর সঞ্চালনায় সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদ এর প্রধান উপদেষ্টা এড. তপন কান্তি দাশ। মহান অতিথি ছিলেন বাগীশিক মহানগর প্রধান পৃষ্ঠপোষক লায়ন মুক্তিযোদ্ধা শ্রী অসিত সেন। প্রধান বক্তা ছিলেন বাগীশিক মহানগর উপদেষ্টা, বার্ষিক গীতা পরীক্ষার আহবায়ক অধ্যাপক বনগোপাল চেীধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর সংসদের পৃষ্ঠপোষক শ্রী তপন কান্তি রায়, উপদেষ্টা প্রকৌশলী আশুতোষ দাশ,শ্রী দীলিপ দাশ,শ্রী সুকুমার দাশ, শ্রী স্বপন সাহা, সাবেক সভাপতি শ্রী নিখিল রঞ্জন রায়। উপ¯ি’ত ছিলেন শক্তি টিভির পরিচালক দীপাল অনিন্দ্য পাল,ওম টিভির পরিচালক কাঞ্চন আচার্য্য,
সনাতন টিভির পরিচালক জুয়েল আইচ,মন্দিও টিভির পরিচালক সত্যজিৎ চেীধুরী,মহানগর সিনিয়র সহ সভাপতি রুপক কুমার রক্ষিক,সহ সভাপতি শিক্ষক আশীষ কুমার পাঠক, যুগ্ন সম্পাদক হারাধন চন্দ্র পাল, সহ সাধারণ সম্পাদক ডাঃ অর্পূব ধর,প্রকৌশলী সুরঞ্জিত পাল, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রদীপ চক্রবর্তী, অর্থ সম্পাদক সুমন
সেন,

প্রচার সম্পাদক দিপাংকর সুশীল,প্রকাশনা সম্পাদক ্ধসঢ়;উত্তম শীল,মহিলা সম্পাদিকা অতশী রাণী দাশ,সমাজকল্যাণ সম্পাদক বাবু দত্ত, সহ শিক্ষা সম্পাদক রণি চক্রবর্তী, সহ প্রকাশনা সম্পাদক রাজ কুমার আচার্য্য,সহ মহিলা সম্পাদিকা মেসৈুমী চেীধুরী, সহ-সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী উত্তম দে,সহ সাংগঠনিক সম্পাদক সহ দপ্তর সম্পাদক চন্দন রায়,সাংস্কৃতিক সম্পাদক প্রকৌ আনন্দ চক্রবর্তী, নির্বাহী সদস্য বাপ্পী দাশ, সুকুমার নাথ,মিশু তালুকদার, শুভাশীষ চেীধুরী, বাকলিয়া সভাপতি তুষার মজুমদার,চকবাজার সভাপতি অনিল আচার্য্য,আকবরশাহ সভাপতি শুভদ্বীপ চক্রবর্তী,পাহাড়তলী সভাপতি অন্ধসঢ়;জন মহাজন,খুলসী সভাপতি সনজিব দেব, ডবলমুরিং থানা সহ সভাপতি প্রবীর ভট্টচার্য্য,চান্দগাঁও সাধারণ সম্পাদক সুমন চেীধুরী, সদরঘাট সাধারণ সম্পাদক অশোক দাশ, কোতোয়ালী সাধারণ সম্পাদক স্বরুপ দেবনাথ,হালিশহর সাংগঠনিক সম্পাদক বিপুল শীল,পতেঙ্গা সাংগঠনিক সম্পাদক মিলন চেীধুরী,বাকলিয়া সাধারণ সম্পাদক প্রভাষক সুজন কান্তি দত্ত,আকবরশাহ সাধারণ সম্পাদক আশীষ চেীধুরী,বন্দর থানার জনি দাশ,উত্তম চক্রবর্তী, উত্তম বোস, শিমুল দেবনাথ,অয়ন দাশ, উত্তম বিশাঙ্গী সহ প্রমুখ। সভায় গীতা পরীক্ষার সদস্য সচিব আশীষ কুমার পাঠক পরীক্ষার বিষয়ে সার্বিক নিয়মাবলী অবহিত করেন । সভায় বক্তরা ১০ই জানুয়ারী শুক্রবার সবাইকে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপ¯ি’ত হয়ে পরীক্ষা সুষ্টভাবে সম্পন্ন করার জন্য সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান ।
0 Comments