উজ্জ্বল রায় নিজস্ব প্রতিবেদকঃ কালী মন্দিরের পুরহিতের সাথে পূর্ব শক্রতার জের ধরে ভোর রাতে দুর্বৃত্তরা পানের বরজে আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে পানের বরজের মালিক কিংকর চক্রবর্তী জানিয়েছেন। উজ্জ্বল রায় নিজস্ব প্রতিবেদক জানান, জানা যায়, ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়নের অর্ন্তগত গদখালী বাবুপাড়া গ্রামের মৃত. মনোরঞ্জন চক্রবর্তীর ছেলে গদখালী কালী মন্দিরের পুরহিত কিংকর চক্রবর্তী প্রায় ২ বছর আগে থেকে ২ বিঘা জমির উপরে পানের বরজ তৈরী করে শনিবার অধিক রাত পর্যন্ত পানের বরজ পাহারা দিয়ে বাড়িতে এসে ঘুমিয়ে পড়লে রবিবার ভোর রাতে স্থানীয় লোকজনের আগুন আগুন চিৎকারে ঘুম ভেঙ্গে গেলে তড়িঘড়ি করে বরজে গিয়ে দেখে আগুন জ্বলছে। তাৎক্ষনিক স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণ আনে। কিন্তুআগুন নিয়ন্ত্রণের পূর্বেই পুরহিত কিংকর চক্রবর্তীর সোনালী স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়। এই বরজ থেকে পানপাতা বাজারে বিক্রি করার উপযোগী হওয়ায় প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ হাজার টাকার পান বিক্রি করে আসছে। এভাবেই একই বরজ থেকে আগামী ২০ বছর পর্যন্ত পান বিক্রি করবে এবং ওই বরজ থেকে প্রায় ৫০ লক্ষ টাকার পান বিক্রয় করে স্বাবলম্বী হওয়ার সোনালী স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু বিধি বাম কে বা কাহারা পূর্ব শত্রæতার জের ধরে পানের বরজে রবিবার অগোচরে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়ে পানের বরজটি শুধুই ছাইয়ে পরিণত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে এবং কাউকে চিহ্নিত করতে পারছেনা বলে জানিয়েছেন মালিক। এ ব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments