
আজকাল বহু ঋত্বিক'গণই বলেন যে ওনাদের প্রতি পূর্বের ন্যায় সাধারণ সৎসঙ্গীরা তেমন একটা শ্রদ্ধা ভক্তি করেন না।
আমার মতে শ্রদ্ধা বা ভক্তি কি বাজারের পন্য যে টাকা দিয়ে কেনা যায় ? তা পেতে গেলে তো সর্ব প্রথম তাঁকে সাধারণ সৎসঙ্গীদেরকে পুত্র সম নিঃস্বার্থ স্নেহ, ভালবাসা, যথাযথ স্থানে তেমনতর শ্রদ্ধা সহ আচরন করতে হয়, এই সত্যটাই ওনারা আজ সম্পূর্ণ ভূলে গেছেন।
এখনকার বেশিরভাগ ঋত্বিকই কিছু না করেই পাওয়ার আশায় আপ্লুত।
প্রথমত ওনাদের কেবলই শুধু দুই হাত বাড়িয়ে নেওয়ার প্রচেষ্টা এর বাইরেও যে তাঁদের একটা প্রধান দায়িত্ব আছে- সকল সৎসঙ্গী তথা সাধারণ মানুষের আপদে বিপদে তাঁদের পাশে থেকে শ্রীশ্রীঠাকুরের ভাবধারায় তাঁদেরকে বিপদ মুক্ত করা, এই সমস্ত দায়িত্বের কথা বর্তমানে বেমালুম ভুলেই গেছেন।
যত পাচ্ছেন পথে ঘাটে হাঠে মাঠের থেকে মানুষকে ধরে ধরে দীক্ষা দিয়ে টাকার আমদানির পথটাই বেছে নেওয়ার চেষ্টা করে চলেছেন।
আজ এই সমস্ত কারণেই শ্রীশ্রীঠাকুরের অমিয় বাণীর মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর এর বিকৃত অনুকরণপূর্ণ টাকা আপন মানুষ পর যত পারিস টাকা ধর, এইরুপ বিকৃত ব্যাখ্যা প্রচলিত হচ্ছে।
মানুষ পাশে থাকুক বা নাই থাকুক তাদের থোরাই কেয়ার টাকাটা পেলেই হল ।
যার প্রতিফল স্বরূপ দীক্ষা বারলেও সঠিক কর্মী কিন্তু বারছে না।
এই ঋত্বিক বলছেন আমি একমাসে এতো দীক্ষা দিলাম ঐ ঋত্বিক বলছেন আমি এত দিলাম ওনাদের জিজ্ঞাসা করুন একমাসে দাদা আপনি active কর্মী কতজনকে করতে পেরেছেন ? দেখবেন তিনি আর রা টিও কাটবেন না কারণ তিনি একমাসে তো দুরের কথা একবছরেও একজনকেও সঠিক কর্মী করে গোড়ে তুলতে পেরেছেন কিনা সন্দেহ।
তাইতো আজ তাঁদের প্রতি সেইরুপ হৃদয় নিঙরানো শ্রদ্ধা ভক্তিও গোড়ে তুলতে সম্পূর্ণ রূপে তাঁরা ব্যর্থ।
তাইতো এখন আর শ্রীশ্রীঠাকুর তেমন বিশেষ কাউকেই পাননা যে তিনি তাঁর কাঁধে চেপে যাবেন বা ঋত্বিকের মূখে আহার করবেন।
সেই মানুষ প্রেমিক ঋত্বিক যেন আজ নিশ্চিহ্ন হতে চলেছে।
কর্মকর্তারাও যাকে পাচ্ছেন তাঁকেই এই মহান দায়িত্ব দিয়ে চলেছেন উপযুক্ততার কোনও ধার ধারার প্রয়োজন মনেই করছেন না।
শ্রীশ্রীঠাকুরের ভাবাদর্শের ধীরে ধীরে এই ভাবেই মৃত্যু হয়ে চলেছে।
শ্রীশ্রীঠাকুর কি বলছেন দেখুন ---
🖋ঋত্বিক্ বা যেই হো'ক, পরকে ঠকিয়ে আত্মপ্রতিষ্ঠা ক'রতে চায় যে, তা'কে নিরোধ কর 🗡
যেই হো'ক না কেন,
সে যদি ঋত্বিক্ও হয়,
যে অন্যের নিন্দাবাদ ক'রে
নিজের প্রতিষ্ঠা অর্জন ক'রতে চায়,
মানুষ ঠকিয়ে
অর্থ ও সম্পদ লাভ ক'রতে চায়—
তাদের অন্তঃকরণকে উচ্ছল ক'রে নয়,
ইষ্টার্থকে উদ্বুদ্ধ ক'রে নয়—
কৰ্ম্ম-সন্দীপনায়, ----
সাবধান থেকে তা'দের থেকে,
তা'রা তােমার সত্তাকে
ছুবলে বিষাক্ত ক'রতে চায়;
তুমি যদি তা'কে নিরােধ না কর,
তা’ হ’তে অন্যকেও নিরুদ্ধ না ক'রে তােল,
আর, নিজেকেও বিচ্ছিন্ন না কর,----
বুঝে নিও-
শাতন লােলুপ দৃষ্টিতেই অপেক্ষা ক'রছে,
অবদলন নিকটেই তােমার । ৩১৯।
facebook post
শ্রীশ্রীঠাকুরের ভাবাদর্শের ধীরে ধীরে এই ভাবেই মৃত্যু হয়ে চলেছে।
শ্রীশ্রীঠাকুর কি বলছেন দেখুন ---
🖋ঋত্বিক্ বা যেই হো'ক, পরকে ঠকিয়ে আত্মপ্রতিষ্ঠা ক'রতে চায় যে, তা'কে নিরোধ কর 🗡
যেই হো'ক না কেন,
সে যদি ঋত্বিক্ও হয়,
যে অন্যের নিন্দাবাদ ক'রে
নিজের প্রতিষ্ঠা অর্জন ক'রতে চায়,
মানুষ ঠকিয়ে
অর্থ ও সম্পদ লাভ ক'রতে চায়—
তাদের অন্তঃকরণকে উচ্ছল ক'রে নয়,
ইষ্টার্থকে উদ্বুদ্ধ ক'রে নয়—
কৰ্ম্ম-সন্দীপনায়, ----
সাবধান থেকে তা'দের থেকে,
তা'রা তােমার সত্তাকে
ছুবলে বিষাক্ত ক'রতে চায়;
তুমি যদি তা'কে নিরােধ না কর,
তা’ হ’তে অন্যকেও নিরুদ্ধ না ক'রে তােল,
আর, নিজেকেও বিচ্ছিন্ন না কর,----
বুঝে নিও-
শাতন লােলুপ দৃষ্টিতেই অপেক্ষা ক'রছে,
অবদলন নিকটেই তােমার । ৩১৯।
facebook post
0 Comments