বাঙ্গালহালিয়া শিব কল্পতরু বৈদান্তিক গীতা বিদ্যাপঠি এর প্রতিষ্টা বাষিকী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা।

 

হারধন কর্মকার, রাজস্থলী। জাগো হিন্দু পরিষদের চট্রগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা ও ঢাকা রমনা কালী মন্দিরের প্রধান উপদেষ্টা মিলন শম্মা বলেন গীতার বাণী অনুধাবনের মাধ্যমে সমাজের নৈতিক অবক্ষয় রোধ করা সম্ভব। তিনি আরো বলেন সমাজের বিশ্বঙ্কলা দূর করতে গীতার বাণী অনুধাবনের কোন বিকল্প নেই।তাই গীতা শিক্ষায় বাগী শিক্ষা সারাদেশের একটি অন্যতম নজির স্থাপন করেছে। রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শিব কল্পতরু বৈদান্তিক গীতা বিদ্যাপঠি এর ২য় প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে শ্রীমদ্ভাগবদ গীতা পাঠ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান গত ৩ রা জানুয়ারি শুক্রবার শিব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত মহতি অনুষ্ঠান ধম্মীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন বাঙ্গালহালিয়া জৌতিশ্বর বৈদান্ত মঠ ও মিশন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ গিরি মহারাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি পলাশ সেন, ধর্মীয় বক্তা ছিলেন জাগো হিন্দু পরিষদের ঢাকা কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক কার্তিক কৃঞ্চ রায়, বিশেষ ধর্মীয় বক্তা ছিলেন জাগো হিন্দু পরিষদের চট্রগ্রাম জেলা শাখার আহ্বায়ক রুবেল কান্তি দে,টিটু কান্তি দাস,চন্দন মহাজন,লায়ন কৈলাশ বিহারী সেন, এ্যাডভোকেট হিরু সুশীল,ছোটন চক্রবর্তী,মিশন দত্ত, প্রিয়লাল দত্ত, বৃষ্টি দে মনি, উপজেলা জেএইসপির আহ্বায়ক সুজিত কুমার কর, মন্দির পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা পুলক চৌধুরী,বিশ্ব নাথ চৌধুরী, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, গীতা স্কুল পরিচালনা কমিটির সভাপতি সুজন চৌধুরী, সাধারণ সম্পাদক অরুপ দাশ রুবেল। অনুষ্ঠান পরিচালনা করেন অঞ্জন দাশ। অন্যদিকে সন্ধায় এক আয়োজিত পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিব কল্পতরু বৈদান্তিক গীতা বিদ্যাপীঠের সভাপতি সুজন চৌধুরী, প্রধান অতিথি ছিলেন সুজিত কুমার কর। প্রধান আলোচক কার্তিক কৃঞ্চ রায়, প্রকৌশলী উজ্জ্বল মল্লিক, অঞ্জন দাশ,অরুপ দাশ রুবেল সহ গীতা স্কুল পরিচালনা কমিটির সকল সদস্য সদস্যা বৃদ্ধ উপস্থিত ছিলেন। বাঙ্গালহালিয়া শিব মন্দিরে মহতী ধমহম্মেলন অতিথিদের এক অংশ।

Post a Comment

0 Comments