সংগঠন সংবাদ
সনাতনী ব্লাড ডোনার সোসাইটি, বাংলাদেশ কমিটি গঠন,
January 03, 2020
পরিতোষ শীলঃসনাতনী ব্লাড ডোনার সোসাইটি আজ বিকেল চারটায় দক্ষিণ চট্টগ্রামে পটিয়া থানার মোড়, গৌরাঙ্গ নিকেতন অনুষ্ঠিত হয়।
এতে রণি চৌধুরী সভাপতিত্বে উদ্বোধন করেন, পুজো উৎযাপন পরিষদ পটিয়া বাবু পুলক চৌধুরী বক্তব্য রাখেন । মানবতার কল্যানে সমাজ কল্যান সব সময় পাশে থাকবেন আগামী দিনে কমিটির প্রধান কাজ।
প্রিয়তোষ সরকার, বিজন, রাসু, শিবু, রুবেল, জুয়েল, জনি, অভিজিৎ, সাজু, দোলন, পিংকু, প্রদীপ, সরোজ, রানা, সহ১০০ সদস্য কমিটির গঠন করা হয়।
0 Comments