আজ চট্টগ্রামে ১৬নং এ,সি,দত্ত লেইন,পাথরঘাটা,কোতোয়ালী,শ্রী শ্রী সাধু তারাচরণ সেবাশ্রমে পার্থ সারথি গীতা শিক্ষা একাডেমি ১০ এর শুভ উদ্বোধন করা হয়,এই সময় রুপম সেন এর সভাপতিত্বে, লিংকন বিশ্বাস এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী ত্র্যম্বকানন্দ পুরী মহারাজ, মাতা মহাকালী মন্দির, উদয়পুর, ত্রিপুরা,ভারত
উক্ত অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন শ্রীমৎ স্বামী উমেশানন্দ গিরি মহারাজ,ভোলানন্দ গিরি সেবাশ্রম,আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ শ্যামল সাধু মোহন্ত মহারাজ,এই সময় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,
শ্রী হরলাল কর্মকার,সহ-সভাপতি পার্থ সারথি গীতা শিক্ষা ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি, শ্রী রতন চন্দ্র ভৌমিক, সভাপতি সাধু তারাচরণ সেবাশ্রম চট্টগ্রাম, অনিক চক্রবর্তী, মিঠুন দাশ প্রমুখ।
0 Comments