মন্দির ভিত্তিক স্কুলের বই উৎসব

 

বলরাম দাশ অনুপম অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আমিন আল পারভেজ বলেছেন-বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। আর সেই সোনার বাংলা গড়তে মানবিক শিক্ষা, উন্নত চরিত্র গঠন অবশ্যই জরুরি। মন্দিরভিত্তিক সেই স্কুলে এমন শিক্ষাই দান করা হয়। তিনি বলেন-মন্দিরভিত্তিক স্কুলের শিশুদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে। প্রতিটি শিশুকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবিক শিক্ষায় গড়ে তুলতে হবে। তিনি বুধবার দুপুরে কক্সবাজার শহরের ঘোনারপাড়াস্থ শংকর মঠ ও মিশন প্রাঙ্গনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায় শীর্ষক প্রকল্পের জেলা কার্যালয়ের আওতাধীন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। “নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙ্গিন” এই শ্লোগানে উক্ত বই উৎসবে সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন। বিশেষ অতিথি ছিলেন-কক্সবাজার রামকৃষ্ণ মিশনের সভাপতি অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী ও জেলা প্রশাসনের সহকারি কমিশনার আরাফাত হোসেন। জেলা পূজা উদ্যাপন পরিষদের কর্মকর্তা সাংবাদিক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি প্রকল্প পরিচালক শ্রীরাম সরকার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন-মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায় শীর্ষক প্রকল্পের জেলা কার্যালয়ের কর্মকর্তা আশীষ কুমার দত্ত, ফিল্ড সুপারভাইজার মদন চন্দ্র রায়, মন্দির ভিত্তিক স্কুলের শিক্ষক মৃদুল মল্লিক, পরিমল দে, রুপনা পাল , নয়নদেবী ও শিলু দাশ। অনুষ্ঠানের শুরুতেই গীতা থেকে পাঠ করেন রিশিলা চক্রবর্তী।

Post a Comment

0 Comments