ঋষিকুম্ভ মানে বহু কুম্ভের বহু আত্মার সন্মিলন,একাত্বের আহবান



নারায়ণ মল্লিক(নয়ন) ঋষিধাম হচ্ছে আত্মজাগরনের প্রদীপ্ত সাধনাস্থল।বিভিন্ন মত পথের সাধনায় উপলব্দিকৃত ভাবাদর্শ ঋষিদের সম্পদ।
 সে সম্পদ বিলাতে আসেন ঋষি সমাজ ঋষিকুম্ভে।প্রেম ভক্তি মার্গের বৈষ্ণব সমাজও বাদ পড়েন না এ ঋষিধামের কুম্ভমেলায়।
সকল মার্গের বৈষ্ণব ঋষি সাধু সন্তানদের পদরেনুতে পবিত্র হয় মেলায় আগত লক্ষ লক্ষ ভক্তজনতা।তাছাড়া মুনি ঋষিদের অমৃতোময় ভাষন,অমৃত তত্ত্বকথামৃত পান,বিশ্বকল্যানে পঞ্চাঙ্গ স্বস্ত্যায়ন,মহাশিবপুজা,দশমহাবিদ্যা পুজা,গঙ্গাস্নান,ভুাবনমঙ্গল হরিনাম,শ্রী শ্রী চন্ডী পুজা ও পাঠসহ বিভিন্ন মঙ্গলযজ্ঞ কুম্ভমেলাকে স্বর্গীয় আনন্দে ভরিয়ে দেয়।

এত বিশাল অবদানটি কেবল জগৎগুরু স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের।মানুষে মানুষে,আত্মায় আত্মায় মিলাতে গিয়ে তাঁর আধ্যাত্মিক এই সংস্কৃতি চর্চা।

কুম্ভমেলা মানে বহু কুম্ভের বহু আত্মার সন্মিলন,একাত্বের আহবান।অনেক প্রানের সন্মিলন।মহাপ্রানে মহা উদ্ভোধন,মহাপ্রানের জাগরন।

ঋষিকুম্ভ সত্যিকার অর্থে মহামানবতার জয়গানে উদ্বোধিত ঋষিগনের সাধনবেদী।পুর্নতার উত্থান।সত্যালোকে উদ্ভাসিত হবার যোগক্রিয়া কৌশল ঋষিকুম্ভ।
খবর অতি সুমধুর,আসন্ন বিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা আগামী ৩১শে জানুয়ারী হইতে ৯ই ফেব্রুয়ারী ১০দিন ব্যাপী ঋষিধামে সমাসমারোহে উৎযাপিত হবে,ঋষিধাম ও তুলসীধামের পরম পুজনীয় মোহন্ত মহারাজ   শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ্জী ঋষিধ্বজ্জা উড়িয়ে আহবান করবেন যোগীঋষিদের অন্যতম এ ঋষিকুম্ভ ও কুম্ভমেলা।
 বিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার সর্বাগ্রীন সফলতা কামনা করছি।

                                                                        🔛জয় গুরু🔛
নারায়ণ মল্লিক(নয়ন) 
সদস্য সচিব প্রচার উপকমিটি
       আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উৎয়াপন পরিষদ ২০২০

Post a Comment

0 Comments