কলকাতা: আজ রাতে বেলুড় মঠে রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম প্রধানমন্ত্রী হিসাবে বেলুড় মঠে রাত্রিবাস করছেন। নৈশভোজের পর মঠের অতিথি নিবাসেই থাকবেন নমো।
মিলেনিয়াম পার্ক থেকে এদিন সন্ধ্যায় জলপথে বেলুড় মঠে পৌঁছান মোদী। রবিবার স্বামী বিবেকানন্দের জন্মদিন। পূণ্য এই তিথিতে রবিবার সকালে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী।
PM @narendramodi is at the Belur Math, where he is interacting with respected Saints and seers. pic.twitter.com/mj7hFKHYmE— PMO India (@PMOIndia) January 11, 2020
বেলুড় মঠের বর্ষীয়ান মহারাজ স্বামী অলকেশানন্দ মহারাজ জানিয়েছেন, নরেন্দ্র মোদীই দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি বেলুড় মঠে রাত্রিবাস করছেন। এর আগে অন্য কোনও প্রধানমন্ত্রী বেলুড় মঠে রাত্রিবাস করেননি।প্রধানমন্ত্রীর ইচ্ছে নৈশভোজে প্রতিদন শ্রীরামকৃষ্ণকে যে ভোগ নিবেদন করা হয়, সেই ভোগই গ্রহণ করবেন তিনি। মোদীর নৈশভোজে থাকছে গোবিন্দভোগ চাল, মুগডালের খিচুড়ি, মিষ্টি, পায়েস ও ফল।
শনিবার সকালেই মোদী টুইটে জানান, আমি আনন্দিত ও উৎসাহিত যে আজ এবং আগামী কাল আমি পশ্চিম বঙ্গে কাটাবো। স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তীর পবিত্র সময়ে আমার রামকৃষ্ণ মিশনে যাওয়ার সৌভাগ্য হবে। বেলুড় মঠ সর্বদাই একটি বিশিষ্ট জায়গা।
0 Comments