উত্তম কুমার গোস্বামী, রাজবাড়ী প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় রাজবাড়ীতে পালিত হলো মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বই উৎসব। ১জানুয়ারি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের মধ্য দিয়ে সারা দেশব্যাপী বই উৎসব উদযাপিত হলো। সেই সাথে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম -৫ম পর্যায়ের উদযাপিত বই উৎসবের অংশ হিসেবে রাজবাড়ীতে বই বিতরণ করা হয়।

সকাল ১০টায় রাজবাড়ী জেলা কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে লক্ষ্মীকোল পুরাতন হরিসভা রাধাগোবিন্দ মন্দির শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের হাতে বই প্রদান করা হয়। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম -৫ম পর্যায়ের রাজবাড়ী জেলা সহকারী প্রকল্প পরিচালক,ফারজানা তানিয়ার সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী (কান্ত)।

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম -৫ম পর্যায়ের রাজবাড়ী জেলার ফিল্ড সুপার ভাইজার কৃষ্ণ কান্ত সরকারের সার্বিক তত্ত্বাবধানে, লক্ষ্মীকোল হরিসভা মন্দিরে পরিচালিত শিক্ষা কেন্দ্রের শিক্ষক বিকাশ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক গনেশ মিত্র,

রাজবাড়ী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার, লক্ষ্মীকোল হরিসভা মন্দির কমিটির সভাপতি রনজিত সরকার টিটু, শ্রী কৃষ্ণ সেবা সংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবুপদ বিশ্বাস,শুক্লা সরকার প্রমূখ।
0 Comments