গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তাঁতিপাড়ায় নিজ ঘরে স্ত্রীকে বেঁধে রেখে স্বামী উত্তম চন্দ্র দেবনাথকে গলা কেটে হত্যা করার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৩১/১২/২০১৯) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহরের তাঁতিপাড়ায় এই নৃশংস হত্যার ঘটনা ঘটে।নিহত উত্তম চন্দ্র দেবনাথ (২৮) ওই এলাকার নিবারন দেবনাথের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় নিজ ঘরে স্ত্রীকে হাত-পা বেঁধে উত্তমকে জবাই করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঘরের বেড়া ভেঙ্গে অচেতন অবস্থায় উত্তমের স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ থানায় নিয়ে যায়। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
suc.... ইত্তেফাক
1 Comments
Chi chi sondhai gola katlo kau tar palo na
ReplyDelete