মেধাবী হিন্দু ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান করেছে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন




বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন চলতি শিক্ষাবর্ষে একাদশ, পলিটেকনিক, নার্সিং, স্নাতক (পাস ও সম্মান), স্নাতকোত্তর, প্রকৌশলী, চিকিৎসা, কৃষিসহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গরীব ও মেধাবী হিন্দু ছাত্র-ছাত্রীদের শিক্ষা স্মৃতিবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করেছে।

আগ্রহীদের বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন বরাবরে নগদ ২০ টাকার বিনিময়ে (কেবল বাহিফা অফিস থেকে) উপস্থিত হয়ে মঙ্গলবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে চট্টগ্রাম শহরের ৩৭০/এ- ৩৭৮ মোমিন রোডস্থ ‘মৈত্রী ভবন’ এর পঞ্চম তলা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

আবেদনপত্রের ফটোকপি গ্রহণযোগ্য নয়। এছাড়া আবেদনপত্রটি বাহিফার ওয়েব সাইট www.bhfbd.net থেকেও ডাউনলোড করা যাবে।

ফাউন্ডেশনের শিক্ষাসচিব অধ্যাপক শ্রী হারাধন নাগ আগামী ১২ জানুয়ারির মধ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

Post a Comment

1 Comments

  1. নমস্কার, এই শিক্ষাবৃত্তি কোন বছরের জন্য?

    ReplyDelete