
বলরাম দাশ অনুপম জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেছেন-শারদীয় দুর্গাপূজা হচ্ছে বাঙালীর প্রানের উৎসব। তাই প্রতিবছরের ন্যায় এবারও জেলাজুড়ে দুর্গাপূজা উৎসবমূখর পরিবেশে উদযাপিত হবে। তিনি বুধবার সকালে শহীদ এটিএম জাফর অালম সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্য উপরোক্ত কথা বলেন। সভায় উপস্তিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার, জেলা পূজা কমিটির সাধারন সম্পাদক বাবুল শর্মা, সহ-সভাপতি রতন দাশ, উদয় শংকর পাল মিঠু প্রমুখ।
0 Comments