আবির্ভাব মহোৎসবের সূচনাকালে পূজাপাদ বিনায়ক চক্রবর্তী শ্রীশ্রীঠাকুরের আদর্শ অনুশীলনের মাধ্যমে মানব সেবায় ব্রতী হতে হবে
September 06, 2019
বলরাম দাশ অনুপম
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের পৌত্র পূজাপাদ শ্রী বিনায়ক চক্রবর্তী বলেছেন-শ্রীশ্রীঠাকুরের আদর্শ অনুশীলনের মাধ্যমে চরিত্র গঠন করে সকলকে মানব সেবায় ব্রতী হতে হবে। তিনি বলেন-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র কেবল তথাকথিত ধর্ম দেশনা দিয়ে ক্ষান্ত হননি। তিনি বাংলা ও ইংরেজি সাহিত্যাঙ্গনকেও করেছেন সমৃদ্ধশালী। ছড়া, গদ্য, পদ্যে নিজস্ব প্রায় তিন হাজারের উপরে নতুন শব্দ প্রয়োগ ও ধাতু বিশ্লেষণ তাঁর অভিনব সংযোজন। বিজ্ঞান, সাহিত্য দর্শন, কলা, চিকিৎসা সর্বক্ষেত্রে তাঁর বাণীসমূহ নব আঙ্গিক সৃষ্টি করেছে। তাই এই সকল বাণী সকল মানবের জন্য উন্মুক্ত হওয়া জরুরি। তিনি শুক্রবার সন্ধ্যায় শহরের গোলদিঘীর পাড়স্থ জেলা সৎসঙ্গ আশ্রমে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩২তম শুভ আবির্ভাব মহোৎসবের শুভ সূচনাকালে উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, সহ-প্রতি-ঋত্বিক দেবতা বৃতেন্দ্র কুমার মালাকার, সহ-প্রতি-ঋত্বিক দেবতা প্রথম বন্ধু চক্রবর্তী, জেলা সৎসঙ্গ মন্দিরের প্রধান পুরোহিত সহ-প্রতি-ঋত্বিক দেবতা বিশ^নাথ বন্দোপ্যাথায়, জেলা সৎসঙ্গ মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রাজ বিহারী দাশ, সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু, সাধারণ সম্পাদক ডাঃ চন্দন কান্তি দাশ, তালনবমী উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি প্রকৌশলী মানস কুমার দাশ, সাধারণ সম্পাদক প্রভাষক নির্মল কান্তি দেসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে শ্রীশ্রীঠাকুর পৌত্র পূজ্যপাদ শ্রী বিনায়ক চক্রবর্তী গোলদিঘীর পাড়স্থ জেলা সৎসঙ্গ মন্দিরে এসে পৌঁছলে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সৎসঙ্গীরা।
Post a Comment
0
Comments
আমাদের সোস্যাল মিডিয়া
আপনার যে কোন ডিজাইনের কাজে আমরা
লগো, টিশার্ট, প্যাকেট, ব্যানার, ভিডিও ইন্ট্রো, ওয়েব সাইট তৈরি ইত্যাদি কাজে আমরা আপনার পাশে।
0 Comments