রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য



বলরাম দাশ অনুপম, কক্সবাজার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন- রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। যদি মানুষের উপকার করা না যায় তাহলে রাজনীতির স্বার্থকতা নাই বলেও মন্তব্য করে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন নিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা সবাই তাকে সহযোগিতা করছি যার যার অবস্থান থেকে। যে কারণে বাংলাদেশ আজ লক্ষ্যে পৌঁছাতে শুরু করেছে। প্রতিমন্ত্রী শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের গোলদিঘীর পাড়স্থ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেন-আমরা যদি শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ ও নীতিতে মেনে চলতে পারি তাহলে আমরা সুন্দর সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সঠিক মানুষ হতে পারবো। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ জেলা মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি পৌর কাউন্সিলর রাজ বিহারী দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্যে রাখেন-সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফ বাদশা, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, জেলা সৎসঙ্গ মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু, জেলা সৎসঙ্গ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ চন্দন কান্তি দাশ। ছোটন দাশের সঞ্চালনায় উক্ত আলোচনা সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্যে রাখেন জেলা সৎসঙ্গ আশ্রমের প্রধান পুরোহিত বিশ্বনাথ বন্দোপ্যাথায়। পরে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি’কে জেলা সৎসঙ্গ মন্দিরের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

Post a Comment

0 Comments