
হাটহাজারী উপজেলার নন্দীরহাট বাদামতল এলাকার সন্ত্রাসী বাহিনী কর্তৃক সংখ্যালঘু সম্প্রদায়ের শিমুল দে ও সীমান্ত দাসের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কস্থ বাদামতল এলাকার সর্বোস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে মুক্তিযোদ্ধা সুজিত কুমার নন্দীর সভাপতিত্ব করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চিহ্নিত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে উত্তর পাড়া মহাজন বাড়ির লোকদের জিম্মি করে রেখেছে। প্রতিদিন চলাচলের পথে দাড়িয়ে থেকে মহিলাদের ইভটিজিং করছে। সুযোগ পেলে ছিনতাই করছে। ধর্মীয় ব্যানার পোস্টার টাঙ্গালেই তারা ছিড়ে দিচ্ছে। কেউ তাদের প্রতিবাদ করলে জানে মারার হুমকিসহ উচ্ছেদের ভয় লাগাতো। তাদের স্পর্ধা দিন দিন বেড়েই চলছে। পরিশেষে তারা শুক্রবার মহাজন পাড়ার আশুদের ছেলে অভি কে মারধর করলে এলাকাবাসী প্রতিবাদ করতে গেলে ঐ সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর বর্বরোচিত হামলা চালিয়ে শিমুল দে ও সীমান্তকে গুরুতর আহত করে। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বক্তারা আরো বলেন আমরা শংকা করছি তাদের কঠিন বিচার না হলে হামলার পুণরাবৃত্তি ঘটতে পারে। তাই প্রশাসনের প্রতি অনুরোধ তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
এসময় এলাকার পলাশ, মিলন বিশ্বাস, বাবু দিলীপ শীল, লিটন দে, সুদির দে, বাদল পালিত, দুলাল পালিত, খোকন দে, আ শিষ রাহা, নারায়ন পালিতসহ অসংখ্য নারী পুরুষ উপস্থিত ছিলেন।
সকলের উপস্থিতিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হলেও মানববন্ধন রুপ নিয়ে বিক্ষোভ মিছিলে। তবে হাটহাজারী প্রশাসনের উপস্থিতিতে কোনরুপ বিশৃংখলা হয়নি।
উল্লেখ্য শুক্রবার বিকেলে অভি নামে এক যুবককে মারধর করায় এলাকাবাসী প্রতিবাদ করতে গেলে চিহ্নিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে শিমুল দে ও সীমান্তকে গুরুতর অাহত করে। বর্তমানে অাহতরা চমেক হাসপাতালে ভর্তি অাছেন। ঘটনার দিন রাতেই হানিফ প্রকাশ ছোট হানিফ, বশর, জামসেদ প্রকাশ জাম্বুসহ ছয়জনসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
news ...পিবিএ
0 Comments