জয়ন্ত রায়ঃ সামান্য
ঘটনাকে কেন্দ্র করে ঠাকুরগাঁও, রানীশংকৈল উপজেলার দাস পাড়ায় মানিক দাস
নামে এক হিন্দু যুবককে অন্ড-কোষে লাথি মেরে হত্যা করেন মোঃ আনোয়ার ও মোঃ
জিয়া নামে দুই বেক্তি।
রানীশংকৈল উপজেলার
দাস পাড়ার ঝরুয়া দাসের ছেলে মানিক দাস ও তার ভাই গতকাল সন্ধ্যায় নিজের
মোবাইল রিপায়ারিং এর দোকানে কাজ করছিল।তার দোকানে মোবাইল মেরামতের জন্য
দিয়েছিলো আনোয়ার ও জিয়া। তা সঠিক সময়ে ঠিক করে দিতে না পারায় প্রচুর
বাক-বিতণ্ডা হয় । আনোয়ার ও জিয়া অনেক চেঁচামেচি করতে থাকে ও যা খুশি তাই
বলতে থাকে। মোবাইল ঠিক করে ফেরত দেয়ার জন্য কিছু সময় চেয়েছিলো মানিক দাস ও
তার ভাই। এই সামান্য ঘটনার জের ধরে আনোয়ার ও জিয়া এক পর্যায়ে মানিক দাসের
অন্ড-কোষে লাথি মারে। মানিক সাথে সাথেই নিহত হন।
পরবর্তীতে রানীশংকৈল
থানা প্রশাসনকে জানালে আনোয়ার ও জিয়াকে গ্রেফতার করা হয়। এই ঘটনার পর
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ভয়ের সৃষ্টি হয়েছে। তারা বলছেন
সাধারণ ঘটনার জের ধরে যেভাবে হিন্দুদের উপর বর্বর আচরণ করা হয় তা এক রকম
ভয়-ভীতির বিষয় বটে। মানিক দাসের পরিবার ও স্থানীয় লোকজন এই ঘটনার তীব্র
নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী
জানায়।
0 Comments