শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের অাবির্ভাব উৎসবে মেয়র মুজিব কেউ সংখ্যালঘু নয়, সবাই মানুষ


বলরাম দাশ অনুপম কক্সবাজার জেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান বলেছেন-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র অামাদের সমাজ পরিচালনার সঠিক পথ দেখিয়েছেন। তাই সকলকে শ্রীশ্রীঠাকুরের অার্দশে অনুপ্রাণিত হয়ে জীবন পরিচালনা করতে হবে। মেয়র মুজিবুর রহমান বলেন-বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্এী জননেএী শেখ হাসিনার নেতৃত্বাধীন অাওয়ামীলীগ সরকার সকল সম্প্রদায়ের মানুষের সম-অধিকার নিশ্চিত করেছে। তিনি বলেন এখানে কেউ সংখ্যালঘু না সবাই মানুষ। তিনি শনিবার রাতে শহরের গোলদিঘীর পাড় চত্ত্বরে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩২ তম শুভ অাবির্ভাব মহোৎসবের ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন। তালনবমী উৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী মানস দাশের সভাপতিত্বে অনুস্টিত ধর্মসভার উদ্বোধন করেন শ্রীশ্রীঠাকুর পৌএ পূজ্যপাদ বিনায়ক চক্রবর্তী। এতে প্রধান ইষ্ট অালোচক ছিলেন বাংলাদেশ সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি বৃতেন্দ্র কুমার মালাকার। ইষ্ট অালোচক ছিলেন এসপিঅার এডভোকেট ভবতোষ দেবনাথ, এসপিঅার প্রমথ বন্ধু চক্রবর্তী ও এসপিঅার বিশ্বনাথ বন্দোপাথ্যায়। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিক, সহকারী পুলিশ সুপার রতন চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, জেলা সৎসঙ্গ মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর রাজ বিহারী দাশ, সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু, সাধারণ সম্পাদক ডাঃ চন্দন কান্তি দাশ। রাজীব কর্মকারের উপস্হাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন তাল নবমী উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক নির্মল কান্তি দে।

Post a Comment

0 Comments