
সৌরভ আদিত্য (শ্রীমঙ্গল প্রতিনিধি)- আজ ১৩ সেপ্টম্বর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সনাতন সম্প্রদায়ের শিশু কিশোরদের মধ্যে সঠিক ধর্ম চর্চা ও ধর্মীয় জ্ঞান বিকাশের লক্ষ্যে তরুন সনাতনী সংঘ (টি.এস.এস) শ্রীমঙ্গল উপজেলা শাখাধীন ৬নং আশিদ্রোন ও ৮নং কালীঘাট ইউনিয়ন কমিটির উদ্যেগে গুরুকূল জ্ঞানগৃহ ১৭ ও ১৮নং গীতা স্কুলের শুভ উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০ ও বিকাল ৩ ঘটিকায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বল ও পবিত্র শঙ্খ ধ্বনির মধ্যে দিয়ে ১৭ ও ১৮নং গীতাস্কুলের শুভ উদ্ভোধন করেন শ্রী ভানু লাল রায়, চেয়ারম্যান ৩নং ইউনিয়ন পরিষদ এবং শ্রী সনজয় রায় রাজু, সভপাতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ হরিপদ রায়, সহ-সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা ও সভাপতি বি এম এ শ্রীমঙ্গল শাখা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী জহর তরফদার, যুগ্ম-সাধারন সম্পাদক, পূজা পরিষদ মৌলভীবাজার জেলা শাখা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বিশ্বজিত অধিকারী পলকসহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে সভাপত্বি করেন শ্রী রনেন্দ্র প্রসাধ বর্ধন জহর, চেয়ারম্যান, ৬নং আশিদ্রোন ইউপি্ এসময় বক্তারা বলেন সনাতনী সম্প্রদায়ের শিশু কিশোদের মধ্যে ধর্মীয় সচেতনতা ও ধর্মীয় মূল্যবোধ বিকাশের লক্ষ্যে গীতা শিক্ষার বিকল্প নেই। এজন্য তারা টি.এস.এস কে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে শিশু কিশোরদের মধ্যে পবিত্র গীতা বিতরনের মধ্যে দিয়ে অনু্ষ্ঠানের সমাপ্তি হয়।
0 Comments