"বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ" বিযানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

https://scontent.fdac24-1.fna.fbcdn.net/v/t1.15752-9/70177830_437027666916762_8236300118857351168_n.jpg?_nc_cat=106&_nc_oc=AQlVVbSbWBoGIUK3UPr3unI6xZH4KtIqVgIIlYP-rTyTfrs1uIkP3bwqwOxZY-4cov4&_nc_ht=scontent.fdac24-1.fna&oh=6f8f4cef32f8f96f7b5d6f40ed33f619&oe=5E10A018https://scontent.fdac24-1.fna.fbcdn.net/v/t1.15752-9/70227276_496128011219128_53830229575073792_n.jpg?_nc_cat=102&_nc_oc=AQlgTdAm3kqmU6e50g0iOtx-D6ewN3J3AUmcVEOUIIXKdGWrr9IaXC8hwfgXjZx_NWo&_nc_ht=scontent.fdac24-1.fna&oh=4a7e27e09e8e689c0cefb02f994a1b2c&oe=5DFDB61Chttps://scontent.fdac24-1.fna.fbcdn.net/v/t1.15752-9/70276415_502465207207439_1110666439527759872_n.jpg?_nc_cat=101&_nc_oc=AQn4vfgsQtwd3kjayKBzhJfr1gKFlGzdbz0bOgsewsuohI4C11yzXYd73qaxi9GVXv4&_nc_ht=scontent.fdac24-1.fna&oh=04f04544dcf3433f7992cf03c165b946&oe=5E116B2E

বিষ্ণুপদ
"বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ" বিযানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ৬/৯/১৯ তারিখ রোজ শুক্রবার সানেশ্বর গ্রামের স্থানীয় শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হয়। ডা: রনধীর দাসের সভাপতিত্বে ও রাজন দাসের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি সুজিত চক্রবর্তী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার সহ-সভাপতি তপন জ্যোতি ভট্টাচার্য, সহ-সভাপতি প্রিয়তোষ চক্রবর্তী, সহ-সভাপতি সুজিত কর, তিমির হরন ভট্টাচার্য, অরুন দাস, সাধারণ সম্পাদক অরুনাভ পাল চৌধুরী মোহন, যুগ্ন-সম্পাদক সাংবাদিক সজীব ভট্টাচার্য্য, বক্তব্য রাখেন, দীপক দাস, মিন্টু দাস, রাজন চন্দ দাস প্রমুখ। অনুষ্ঠিত সম্মেলনে তুষার ভট্টাচার্যকে সভাপতি, সাধন চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক ও বিষ্ণুপদ দাস (বিপ্র) কে সাংগঠনিক সম্পাদক করে তিলপাড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ গঠন করা হয়।








Post a Comment

0 Comments