রাসেল দেঃ নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা লাভের মাধ্যমে নিজেকে যেমন আলোকিত করা যায় ঠিক তেমনি সমাজিক নৈতিক অবক্ষয় রোধ হয়।তাই সমাজের প্রত্যেক নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও গ্রহন করতে হবে। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন ৩নং নারায়ণহাট ইউনিয়নের দক্ষিণ জুজখোলা পল্লী উন্নয়ন যুব সংঘের পরিচালনায় জ্ঞানমঞ্জুরী গীতা শিক্ষা নিকেতন উদ্ভোধন অনুষ্ঠানে বক্তরা উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে শ্রী তুষার বিশ্বাস'র সভাপতিত্বে শ্রী রাসেল দে এর সঞ্চলনায় উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন শ্রী টুটুল মহাজন, শ্রী টিটু মজুমদার, শ্রী ডালিম দাশ। শ্রী মৃদুল ভৌমিক,শ্রী তরুন দাশ, শ্রী রনজিত বরণ দাশ, শ্রী রুপন দে, শ্রী সুমন ভৌমিক, শ্রী অঞ্জন ভৌমিক,শ্রী চিন্ময় দেব অভি, শ্রী রাহুল চৌধুরী,শ্রী শিমুল দাশ, শ্রী জনি দে,শ্রী তুষার দে ও শ্রী সন্তু ভৌমিক । প্রতি শুক্রবার সকাল১০ টা থেকে ১২ টা পযর্ন্ত শিক্ষার্থীদের শ্রীমদ্ভগবদগীতা পাঠদান করবেন গীতা শিক্ষক শ্রী রাসেল দে। বক্তারা সমাজে সকল অভিভাবকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
0 Comments